প্রশ্নোত্তর (FAQ) – VARSA গ্রুপ মেডিক্লেইম পলিসি
সাধারণ তথ্য
প্রশ্ন ১: VARSA গ্রুপ মেডিক্লেইম পলিসি কী?
উত্তর: VARSA হল একটি গ্রুপ স্বাস্থ্য বিমা পলিসি যা United India Insurance Company (একটি সরকারি সংস্থা) এবং All Post Graduate Teachers’ Welfare Association (APGTWA) যৌথভাবে প্রদান করে। এটি APGTWA সদস্যদের জন্য কম খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে। TPA – HERITAGE HEALTH
প্রশ্ন ২: কারা এই পলিসির সুবিধা নিতে পারবেন?
উত্তর: পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী, পার্ট-টাইম এবং চুক্তিভিত্তিক শিক্ষক (PG/Hons/Pass) ও অশিক্ষক কর্মচারীরা এই পলিসির সুবিধা পেতে পারেন। এক কথায় শিক্ষা দপ্তর এর সঙ্গে যুক্ত সকলেই। যেমন—
প্রধান শিক্ষক (HM), সহকারী প্রধান শিক্ষক (AHM)
কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপক
গ্রুপ-C, গ্রুপ-D কর্মচারী
লাইব্রেরিয়ান, ICT স্টাফ, ICDS কর্মী, DI(SE/PE) ও AI(SE/PE) কর্মীরা।
প্রশ্ন ৩: পলিসির মোট কভারেজ কত?
উত্তর: এই পলিসি ₹৮,০০,০০০ (আট লাখ) কভারেজ প্রদান করে।
প্রশ্ন ৪: "ফ্যামিলি ফ্লোটার" পলিসি কী?
উত্তর: ফ্যামিলি ফ্লোটার পলিসিতে নির্ধারিত কভারেজ সদস্যদের মধ্যে ভাগ করা যায়।
যোগ্যতা ও নিবন্ধন
প্রশ্ন ৫: কারা এই পলিসির অন্তর্ভুক্ত হতে পারেন?
উত্তর:
নিজে (মূল সদস্য)
স্বামী/স্ত্রী
পুত্র ও কন্যা
পিতা-মাতা
শ্বশুর-শাশুড়ি
বিশেষভাবে সক্ষম ভাই-বোন
অবিবাহিত সদস্যদের নির্ভরশীল ভাই-বোন
প্রশ্ন ৬: বয়সসীমা কত?
উত্তর:
মূল সদস্যের বয়স ২১-৬০ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য সদস্যদের ৭০ বছরের নিচে হতে হবে।
প্রশ্ন ৭: নতুন বিবাহিত স্বামী/স্ত্রী বা নবজাতককে কি যুক্ত করা যাবে?
উত্তর: হ্যাঁ, তবে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান এর মধ্য দিয়ে প্রথম দিন থেকেই যুক্ত করা যাবে।
প্রশ্ন ৮: নতুন চাকরিতে যোগদানকারীরা কি এই পলিসিতে অন্তর্ভুক্ত হতে পারেন?
উত্তর: হ্যাঁ, তারা পুরো বছরের প্রিমিয়াম পরিশোধ করে অন্তর্ভুক্ত হতে পারেন।
প্রশ্ন ৯: তৃতীয় সন্তানের জন্য কি কভারেজ থাকবে?
উত্তর: হ্যাঁ, তবে তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে।
ওয়েটিং পিরিয়ড ও কভারেজ
প্রশ্ন ১০: পূর্ববর্তী রোগের জন্য কি ওয়েটিং পিরিয়ড রয়েছে?
উত্তর:
নতুন বিমাগ্রহীতাদের জন্য: ১ বছরের ওয়েটিং পিরিয়ড (হৃদরোগ, ক্যান্সার, কিডনি ডিজিজ, ক্যাটারাক্ট, হাঁটু প্রতিস্থাপন ইত্যাদির ক্ষেত্রে)।
পূর্ববর্তী স্বাস্থ্য বিমাধারীদের জন্য: কোনো ওয়েটিং পিরিয়ড নেই, প্রথম দিন থেকেই কভারেজ শুরু হবে।
প্রশ্ন ১১: পলিসিতে যোগদানের জন্য কি স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন?
উত্তর: না, কোনো শারীরিক পরীক্ষার প্রয়োজন নেই।
প্রশ্ন ১২: ইন-পেশেন্ট হাসপাতালে ভর্তি খরচ কিভাবে কভার করা হয়?
উত্তর:
সাধারণ কক্ষ/কেবিন: ₹৮,০০০/দিন (সর্বোচ্চ)
ICU/ICCU: ₹১৬,০০০/দিন (সর্বোচ্চ)
চিকিৎসকের ফি, অপারেশন থিয়েটার চার্জ, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ।
প্রশ্ন ১৩: ডে-কেয়ার ট্রিটমেন্ট কি কভার করা হয়?
উত্তর: হ্যাঁ, ৪২৮ ধরনের ডে-কেয়ার ট্রিটমেন্ট কভার করা হয়।
প্রশ্ন ১৪: প্রি ও পোস্ট-হাসপাতালাইজেশন সুবিধা কী?
উত্তর:
ভর্তির আগে ৩০ দিন পর্যন্ত খরচ কভার।
রিলিজের পর ৬০ দিন পর্যন্ত খরচ কভার।
(সর্বোচ্চ ₹৮০,০০০ বা ১০% কভারেজ)
প্রশ্ন ১৫: অ্যাম্বুলেন্স পরিষেবা কি কভার করা হয়?
উত্তর: হ্যাঁ, ₹২,০০০ প্রতি ঘটনা (₹৫,০০০/বছর সর্বোচ্চ) পর্যন্ত কভার করা হয়।
প্রশ্ন ১৬: অঙ্গ প্রতিস্থাপনের ব্যয় কি কভার করা হয়?
উত্তর: হ্যাঁ, অঙ্গ দাতার হাসপাতালের খরচ সহ কভার করা হয়।
প্রশ্ন ১৭: আয়ুষ (আয়ুর্বেদ, হোমিওপ্যাথি) চিকিৎসার ব্যয় কি কভার হয়?
উত্তর: হ্যাঁ, হাসপাতালে ভর্তি হয়ে আয়ুষ চিকিৎসার সমস্ত খরচ কভার করা হয়।
বিশেষ সুবিধা
প্রশ্ন ১৮: এই পলিসির বিশেষ সুবিধা কী কী?
উত্তর:
কম প্রিমিয়ামে অধিক কভারেজ।
কোনোরকম Co-payment নেই (অতিরিক্ত খরচ নেই)।
আজীবন নবায়নের সুযোগ।
১২,৫০০+ হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা। ( ROHINI Registration যুক্ত Hospital এও এই সুবিধা পাওয়া যাবে।)
দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য ₹৩০ লক্ষ পর্যন্ত কভারেজ।
প্রতিবন্ধী ও নির্ভরশীলদের কভারেজ।
বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা। (জেলার সদস্য সংখ্যা ও স্থানীয় নার্সিংহোমে পরিকাঠামো ও APGTWA এর সাথে চুক্তি অনুযায়ী। এটি ইন্সুরেন্স কোম্পানির আওতাভুক্ত নয়।)
প্রশ্ন ১৯: ডাক্তার ও চিকিৎসা পরীক্ষার ওপর কি কোনো ছাড় পাওয়া যাবে?
উত্তর: হ্যাঁ, APGTWA-এর সাথে যুক্ত হাসপাতাল ও নার্সিং হোমে বিশেষ ছাড় পাওয়া যাবে।
প্রশ্ন ২০: রোবটিক সার্জারি কি কভার করা হয়?
উত্তর: হ্যাঁ, তবে আংশিকভাবে। সর্বোচ্চ SI এর ৫০ শতাংশ।
নিবন্ধন ও অর্থপ্রদান
প্রশ্ন ২১: VARSA পলিসির জন্য কীভাবে আবেদন করব?
উত্তর: apgtwa.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত ফি এককালীন জমা করতে হবে। ব্লক / সাব-ডিভিশন / জেলা কনভেনার এর সাথে যোগাযোগ করতে হবে।
প্রশ্ন ২২: APGTWA সদস্যপদের ফি কত?
উত্তর:
PG/Hons শিক্ষকদের জন্য: ₹২০০
অন্যান্যদের জন্য (সম্মানসূচক সদস্যপদ): ₹৩০০ (প্রথম বছরের জন্য)
বার্ষিক নবায়ন ফি: ₹২০০ (পরের বছরগুলিতে প্রত্যেকের জন্য)
প্রশ্ন ২৩: কি অতিরিক্ত চার্জ দিতে হবে?
উত্তর: সার্ভিস চার্জ ও জিএসটি নিয়েই প্রিমিয়াম ধরা আছে।
প্রশ্ন ২৪: কি একাধিক কিস্তিতে টাকা দেওয়া যাবে?
উত্তর: না, টাকা এক কিস্তিতে জমা দিতে হবে।
যোগাযোগের তথ্য
প্রশ্ন ২৫: কাদের সাথে যোগাযোগ করব?
উত্তর: ব্লক / সাব-ডিভিশন / জেলা কনভেনার এর সাথে যোগাযোগ করতে হবে।
🟣ভরসার জেলা কনভেনরদের সঙ্গে যোগাযোগ করুন
1. ALIPURDUAR , MRINMOY DEY, 9832384626
2. BIRBHUM, Dr. Biswajit Roy, 9732122155
3. BANKURA, Arunangshu Das, 9732104487
4. COOCHBEHAR, Mrityunjoy Barman, 9832502511
5.DAKSHIN DINAJPUR, Prasun Samajdwar, 9434964820
6. HOOGHLY, DIPANKAR GHOSH, 9932611638
7. DARJEELING, Joy Prakash Das, 9547245743,
Niladri Sekhar Roy 7001249472,
SANTU KUMAR BASAK 9832575640
8. HOWRAH, Moumita Banerjee, 98743 75029
9. JALPAIGURI, Omprakash Deb Barman, 9434559646
10. JHARGRAM, Srikanta Shit, 9475430477
11. KOLKATA, Shuvankar Barai, 9126606690
12. MALDA, AVISEK PAUL, 9434371979
13. MURSHIDABAD, Prasanna Marjit, 9475380890 / 7001754772
14. NADIA , SAJAL SARKAR, 7001919763
15. NORTH 24 PGS, TARUN KUMAR MANDAL, 9153458005
16. PASCHIM BARDHAMAN, Sanjoy Rajbanshi, 9434472583
17. PURBA BARDHAMAN, MANJIRUL ISLAM MALLIK, 9832952034 / 7908901277
18. PASCHIM MEDINIPUR, DIPAK KUMAR BHUI, 9153221597
19. PURBA MEDINIPUR, Arindam Biswas, 8640892787
20. PURULIA, Sajitabya Mahato, 9932756345
21. SOUTH 24 PGS, Tapas Kumar Saradar, 9681393537
22. UTTAR DINAJPUR, Biswajit Das, 9434459359
রাজ্য কোষাধ্যক্ষ (APGTWA) ও VARSA কনভেনর: জয় প্রকাশ দাস (📞 9547245743)
রাজ্য সভাপতি (APGTWA): মনোজ কুমার মন্ডল (📞 7407332054)
রাজ্য সম্পাদক (APGTWA): চন্দন গরাই (📞 8945516435)
New part Primium from October 25 to December 25
No changes in the premium chart for September 2025
'ভরসা' পলিসিতে Pre-existing disease দেখা হয় না এবং hospitalization এর ক্ষেত্রে initial waiting period না থাকার কারণে পলিসিতে ১০০% ক্লেম পাওয়া যায়। এখনো পর্যন্ত মেডিকেল টেস্ট ছাড়াই পলিসিতে যুক্ত হওয়া যাওয়া।
VARSA CALENDAR
Part Primium
What is the APGTWA ' VARSA '?
The 'Varsa' Group Mediclaim Policy is a joint collaboration between United India Insurance Company (Government) and All Post Graduate Teachers’ Welfare Association (APGTWA).
VARSA provide more benefits at a much lower cost for the member of APGTWA at the time of medical emergency.
VARSA provides cashless treatment in all the hospitals having ROHINI (Registry of Hospitals in Network of Insurance) ID across India.
Applicable to all types of permanent/ part time/ contractual teaching (PG/Hons/Pass) and non- teaching staff (group-C, group-D, librarians, ICT) including HM, AHM working in schools/madrasas/ professor, assistant professor, Staffs working in Colleges, ICDS worker, Staffs working DI(S.E./P.E.), AI(S.E./P.E) in West Bengal.
Some special features of VARSA:-
1. Insured Coverage: Eight Lakhs (800000)
2. Policy Type: Family Floater Basis.
3. Who can join the policy: Self (primary member/ Proposer), spouse, son, daughter, father, mother, father-in-law, mother-in-law, specially abled brothers, sisters and dependent brothers, sisters in case of unmarried members.
4. Age Limit: Minimum age of primary member is 21 years and maximum age is 60 years. Other members must be below 70 years of age at the time of entry.
5. Newly married spouse/ new born child can be added by charging proportionate additional premium.
6. Those who are newly employed can join the family by paying the full premium for the year.
7. Third child, if any, to be covered with proportionate premium in appropriate group.
4. Waiting period for pre-existing diseases:
For new entrants (who do not currently have a health policy): One year waiting period for the following pre-existing diseases- knee replacement (Except in Case of Accident). Total HIP joint Replacement (Except in Case of Accident). Ovarian Cyst of all kind, Total Hysterectomy, Cancer, kidney disease, renal problem, Pacemaker, Uterine fibroid, cataract operation piles, fistula, fissure, hydrocele, tympanoplasty, cardiac. And will have no waiting period for treatment of remaining ailments except for lists.
Individuals with previous individual health policy: No waiting period. You will get COVERAGE of all diseases from the first day.
BENEFIT OF VARSA:
1 ) Much lower premiums than individual policies.
2) No co-payment i.e. all expenses will be included in the sum insured, no additional hidden expenses.
3) Renewal of VARSA for lifetime (health insurance of dependent members will continue even after death of primary member)
4) No physical checkup is required to join the policy.
5) Cashless treatment facility in more than 12 thousand five hundred hospitals in India.
6) Opportunity to be covered in health insurance from day one for new born baby.
7) Specially able and dependent persons can also be included in this group policy.
8) 428 day care treatment coverage
9) Robotic Surgery Facility (Partly)
10) Accidental death benefits up to Rs.30 lakhs.
EXTRA BENEFIT
11) Free health checkup (Routine Blood Sugar, ECG, Eye Checkup, Bone Density Test, PFT, CBC or LFT etc as per availability of hospital Service) is provided every year from our Association APGTWA not from Insurance Company for the members of VARSA.
12) Benefit of several types of discount for the tests and doctor’s consultancy fees from several Famous Hospital or Nursing Homes as per availability of hospital Service which will be tie-up with the APGTWA.
In-Patient Hospital Benefit Cost Cover:
a) Room Rent Cap General Room/Cabin 1% of Sum Assured per day or actual cost, whichever is less. Maximum 8000 rupees per day.
b) ICU/ICCU/HDU(per day limit)- 2% of Sum Assured per day i.e. Rs.16000 or actual cost, whichever is less.
c) All expenses including doctors, OT, medicines, tests during hospitalization.
II. Day Care Treatment Cover: Actual Cost.
II. Pre-Post Hospitalization: 30 days before the date of admission and 60 days after the date of discharge, (Maximum of 10% of actual cost or Sum Assured or Rs. 80000, whichever is less).
IV. Ambulance fare is Rs 2,000 per incident. 5,000 maximum per family per year.
V. ORGAN TRANSPLANTATION COSTS AND ALL COSTS DURING HOSPITALIZATION OF THE ORGAN DONOR.
VI. All expenses incurred during hospitalization for AYUSH or Homeopathy treatment.
Capping for certain diseases:
1) Appendency (Lad) ₹ 57,500
2 ) CATARACT maximum twenty six (26000) thousand rupees per eye.
3 ) Cholecystectomy (NAP) ₹ 70,000
4) Hernia (without mesh) ₹ 73,000 (Mesh charge limit max Rs. 40000.)
5) Hydrocellnomy ₹ 25,500
6) Hysterectomy ₹85,000
7) Piles ₹ 38,000 (excluding staples and tackers)
4) Kidney stones ₹ 32,000
7) Coronary Angiogram ₹ 22,500 (with dye)
10) Angioplasty PTCA with CAG (implant charge limit upto ₹ 33000) ₹ 1,25,000
11) CABG ₹2,47,500
12) Total Knee Replacement (Excluding Implant) (Implant Charge Limit Maximum ₹ 80000) ₹ 1,55,500
13) Total Hip Replacement (Excluding Implant) (Implant charge limit ₹ 80000 maximum.) ₹ 1,55,500
Who can take this health insurance?
This health insurance is applicable to all types of permanent/ part time/ contractual teaching (PG/Hons/Pass) and non-teaching staff (group-C, group-D, librarians, ICT) including HM, AHM working in schools/madrasas/ professor, assistant professor, Staffs working in Colleges/ ICDS worker/ Staffs working DI(S.E./P.E.), AI(S.E./P.E) in West Bengal.
Registered members of APGTWA can take ANNUAL RENEWAL OF MEMBER'S MEMBERSHIP IS REQUIRED ON SUBSCRIPTION OF ₹200.
Any HONS/PG teachers of Schools/ Madrasa should directly take membership of APGTWA by paying 200 rupees and Anyone from the above other than HONS/PG should directly take HONORARY membership of APGTWA by paying 300 rupees. Thereafter membership is mandatory on annual RENEWAL subscription of ₹200.
Besides policy premium, service charge of ₹306 is applicable in addition to GST in each case. Which is already included in the rate chart.
Remember, you can only register your name through the website (apgtwa.in) to become a member. You will have to pay the amount specified on the website. The amount that you have to deposit during the form filling should be deposited in one installment only. If the money is deposited in multiple installments, it will not be accepted in any way. So, double check before depositing the money. Because you will only get a space to write a UTR number to fill in on the website. See the last pages of this pdf to know what the UTR number is.
For More information contact to State Treasurer (APGTWA) and State Convenor (VARSA): Joy Prakash Das, 9547245743. State President (APGTWA): Manaj Kumar Mandal, 7407332054
State Secretary (APGTWA): Chandan Garai, 8945516435
Full Premium 25-26