সতর্কতা / Warning

১. ওয়েবসাইটে প্রত্যেক সদস্যের জন্য একটি নির্দিষ্ট QR code তৈরি হবে। সেই QR code এই পেমেন্ট করতে হবে। অন্যথায় মেম্বারশিপ আবেদন গৃহীত হবে না।

২. সদস্যের ফটো অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে। সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে। কোথাও ঘুরতে যাওয়া বা একাধিক ব্যক্তির একসঙ্গে ছবি ইত্যাদি গৃহীত হবে না।

৩. ছবি আপলোডের সময় দেখে নিন আপনার মাথার দিকটা উপরে আছে কিনা। আপনার ছবি আপলোডের পর বাঁকা থাকলে। ছবিটি ঠিক করে নতুন করে আপলোড করুন। অন্যথায় আবেদন গৃহীত হবে না।

৪. পাসপোর্ট সাইজ ছবিতে একাধিক বা অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড থাকলে গৃহীত হবে না। সে ক্ষেত্রে আগে থেকেই ছবিকে crop and zoom কনিন, তারপর আপলোড করুন।

৫. আপনার পেমেন্ট স্ক্রিনশট এমন ভাবে নেবেন যাতে, UTR সংখ্যাটি উল্লেখ থাকে। আপনার আপলোড করা স্ক্রিনশটে UTR উল্লেখ না থাকলে, তা গৃহীত হবে না। আপনার পেমেন্ট অ্যাপ থেকে পেমেন্ট করার পর, ভিউ ডিটেলস অপশনে গেলে আপনি সমস্ত ট্রানজেকশন ডিটেলস পেয়ে যাবেন।

৬. পেমেন্ট স্ক্রিনশট টিকেও সোজাভাবে আপলোড করবেন। অর্থাৎ স্ক্রিনশটটি আপলোড করার পর স্ক্রিনশটের উপরের দিকটা অন্যদিকে থাকলে তা গৃহীত হবে না।

৭. ফর্ম সাবমিট করার পর, স্ট্যাটাস জানতে ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

Create an Account!

Personal Information

Photo Preview

Workplace Information

Additional Information

Date Information

Payment Information

Scan this QR code to pay

or pay through this click to pay button

Click to Pay
Screenshot Preview

Contact Information